Popular Mobile Finance Company
• TVS
• Bajaj Finserv
• Samsung Finance +
• HDB
• CCEMI / DCEMI
প্রায় দুই বছর যাবত TVS company মোবাইল ফিন্যান্স এহ পা ফেলেছে . এই কোম্পানির structure সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি ।
তবে এই কোম্পানির মাধ্যমে সুধূ 2 টি কোম্পানির এই ফোন আপনি নিতে পারবেন । প্রথম এ Samsung এর সাথে যুক্ত হয়ে এই কোম্পানি টি lounch করে তবে বর্তমানে Vivo Company র সাথে যুক্ত হয়ে গিয়েছে । এখন আপনি Vivo ফোন ও নিতে পারবেন EMI র মাধ্যমে ।
সচেতন হোন সব কিছু জেনে নিন ।
{ X = ফোনের দাম }
ফোনে বিশেষে বিভিন্ন ধরনের Scheme হয়
eg. (6/0) (6/1) (10/3) (14/4)
এখানে 6 , 6 , 10 , 14 = মোট tunure
0 , 1 , 3 , 4 = Down payment এর সংখ্যা
অর্থাৎ আপনি যদি বলেন আমি (10/3) এর scheme এহ নেব বা দোকান এর মালিক অপনাকে বলে ।
তার অর্থ হল (X/10)*3 = Y
অনুরূপ (X/14)*4 = Y
{ Y = প্রাথমিক Down Payment }
{ X = ফোনের দাম }
এই বার আসি আরও কিছু Charges এর ওপর ।
A /কার্ড এর দাম = 444 ( Optional )
B /প্রসেসিং ফি = ( X * 1.18% )
C /প্রসেসিং ফি = 399
Final ফোনের Down Payment / D = [ Y + A + B + C ]
তার পর আসি ইন্সুরেন্স এহ । আপনি Claim পাবেন অসুবিধা হবে না । TVS Finance এহ One Assist এর মাধ্যেমে Insurance করা হয় যার জন্য আপনি একটি সুবিধা পেয়ে যান আপনাকে আর সার্ভিস সেন্টার এহ দৌড়ানোর প্রয়োজন পড়ে না ।
Company র সদস্য আপনার বাড়ি র সামনে এসে আপনার ফোন নিয়ে ঠিক করে আপনার বাড়িতে দিয়ে যাবে । আপনাকে সুধূ সামান্য কিছু service charge pay করতে হবে ।
তবে খরচা হয়ে যায় প্রচুর ।
eg. insurance cost = ( X * 11.47% ) = I
এখানে বলে রাখি এটা Optional , আপনাকে নিতেই হবে এমন কথা নেই । এখানে বলে রাখি আপনি যদি Samsung এর ফোন নেন তাহলে Samsung Care+ নামে 1টা service চালু করেছে ।
যদি আপনি চান একটু সস্তা এবং ফাস্ট Service পেতে তাহলে এই Care+ Pack টি নিতে পারেন ।
ফাস্ট এই কারণে বললাম কারণ এটি ডিরেক্ট Samsung এর নিজস্স Service এবং আপনি Service পাবেন Samsung Care এই ।
Insurance নিয়ে কথা বললাম এবার বলব কিভাবে আপনাকে Pay করতে হবে ।
Final ফোনের Down Payment / D = [ Y + A + B + C ]
এটা ছিল আমাদের Down Payment এবার আসি EMI তে ।
EMI = { X / Total Tenure }
eg. A51 এর দাম 25250
Down Payment (14/4) Scheme হিসাবে
Y = (25250/14) *3
= 1803.57*3
= 5410.71
D = [ 5410.71 + 297.95 + 444 + 399 ]
= 6551.66
{ without insurance }
EMI = ( 25250/14 ) = 1803.57
Comments
Post a Comment